Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ খানে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাডি এলাকায় তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা আক্তার(৩৩) নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকলিমা আক্তার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে।

হাসপাতালে নিহত আকলিমার মেয়ে শেখ সাইরী বলেন, ‘দক্ষিনখাণ দেওয়ানবাড়ী পাকারমাথায় একটি চারতলা বাড়ির তিনতলা বাসায় ভাড়া থাকি আমরা। উত্তরায় মায়ের কাপড়ের দোকান আছে। অনেক দিন আগে বাবা তার মাকে ছেড়ে চলে যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কয়েকবছর আগে মাসুদ নামে এক ব্যক্তিকে বিয়ে করে তার মা আকলিমা। বিয়ের পরে মাসুদকে নিজের টাকা খরচ করে দুবাই পাঠায়। কিন্তু দু্বাই গিয়ে তার মাকে ভুলে যায়। টাকা-পয়সাও ঠিকমতো দিত না। ৪/৫ মাস আগে মাসুদ দেশে এলে তার মা আকলিমা মাসুদকে তালাক দেয়। এ সব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল।

তিনি বলেন, ‘এদিন রাত সাড়ে ৮টার দিকে মাসুদ দক্ষিণখানের বাসায় এসে মায়ের মাথায় ও দুই হাতে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ খান এলাকা থেকে এক নারীকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর মাথায় ও দু’হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর