Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২

ঢাকা: ফলাফলের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) মাউশির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত গেজেট নির্ধারিত ই–মেইলে সফট কপি ও হার্ড কপি আকারে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের জন্য থাকবে ১৮টি মেধাবৃত্তি এবং ৩৭৫টি সাধারণ বৃত্তি। স্নাতক (পাস) শিক্ষার্থীদের জন্য থাকবে ৯টি মেধাবৃত্তি এবং ৩০০টি সাধারণ বৃত্তি।

বিজ্ঞাপন

স্নাতক (পাস) পর্যায়ের সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতি জেলায় দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। অবশিষ্ট ৪৪টি বৃত্তি মেধার ভিত্তিতে বণ্টন করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

শর্তগুলো হলো-

জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্রকে সম্পূরক বৃত্তি দেওয়া যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি পাবেন। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন অনুযায়ী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফট কপি ই–মেইলে ([email protected]) ও হার্ড কপি পাঠাতে হবে।

সারাবাংলা/এনএল/ইআ

জাতীয় বিশ্ববিদ্যালয় বৃত্তি

বিজ্ঞাপন

এলপিজি’র দাম আরেক দফা কমলো
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭

নেত্রকোনায় ইয়াবাসহ ৫ যুবক আটক
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর