Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন রোডে পিকআপ-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উত্তরার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের কাছে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ফুয়াদ গুরুতর আহত হন। আহত ফুয়াদ-কে রাস্তায় পড়ে থাকতে দেখে রাজিব হোসেন নামক একজন পথচারী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল সোয়া ৮টার দিকে দায়িত্ব পালনকারী চিকিৎসক ফুয়াদ-কে মৃত ঘোষণা করেন।

ফুয়াদ-কে হাসপাতালে নিয়ে আসা রাজিব হোসেন জানান, ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে তিনি জসিম উদ্দিন রোডে যান। তখন তিনি আহত ফুয়াদ-কে রাস্তায় পড়ে থাকতে দেখে একটি সিএনজিতে করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এবং অতঃপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত ফুয়াদ-এর চাচাতো ভাই তামজিদুল ইসলাম বলেন, তাদের বাড়ি নওগাঁ সদর উপজেলার খাস নওগা ইসলামপুর গ্রামে। মৃত ফুয়াদ গাজীপুর টঙ্গি এলাকায় থাকতো এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। সকালে টঙ্গি থেকে মোটরসাইকেল যোগে উত্তরার দিকে আসতেছিল। পরে পথচারীর মাধ্যমে তার দুর্ঘটনার খবর পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা থেকে ওই যুবককে পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/আরএস

মোটরসাইকেল চালক ফুয়াদ নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর