Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে, কমছে দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

হিলি স্থল বন্দরে ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক – ছবি : সারাবাংলা

হিলি, দিনাজপুর: দেশের বাজার স্থিতিশীল রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে শুল্কমুক্ত চাল। গত ১২ আগস্ট থেকে এ বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। প্রথমদিকে ২০ থেকে ২৫ ট্রাক চাল আমদানি হলেও চাহিদা থাকায় এখন প্রতিদিন ৮০ থেকে ১০০ ট্রাক চাল আমদানি হচ্ছে।

এদিকে চালের আমদানি বাড়ায় অভ্যন্তরীণ বাজারে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। বেশি দাম কমেছে চিকন জাতের চালের, তবে তেমন দাম কমেনি স্বর্ণা-৫ জাতের চালে। চালের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বন্দর দিয়ে মূলত ভারত থেকে সম্পা কাটারি, মিনিকেট, ৪০/৯৪ ও স্বর্ণা-৫ জাতের চাল আমদানি হচ্ছে। আমদানি শুরুর দিকে প্রতিকেজি সম্পা কাটারি জাতের চাল বন্দরে বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে বর্তমানে সেই চাল কেজিতে ৪ টাকা কমে বন্দরে বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

৪০/৯৪ জাতের চাল বিক্রি হয়েছিল ৬০ টাকা কেজি দরে বর্তমানে কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৭ টাকা কেজি দরে। আর নামমাত্র দাম কমেছে মোটা জাতের স্বর্ণা-৫ চালের কেজিতে ২ টাকা কমে ৫২ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরে চাল কিনতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী রফিক বলেন, আমি ঢাকা থেকে এ বন্দরের চাল কিনতে এসেছি। এখানকার চালের মান ভালো এবং দামও কম; সে কারণে এখানে চাল কিনতে আসা। গত কয়েকদিনে ২ হাজার টন চাল কিনেছি। যে পরিমাণ চাল আসছে এতে আরও দাম কমবে।

সারাবাংলা/আরএস

ভারত থেকে চাল আমদানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর