Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণ পার্টির বহিষ্কৃত চেয়ারম্যান ইব্রাহিমকে বাদ দিতে ইসিতে চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

ঢাকা: ‎কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান পদ থেকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করেছে দলটি।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নতুন নেতৃত্ব।

‎ইসির সচিবের কাছে লেখা নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ। দলটি ২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গড়া দলটি ২০০৮ সালে হাতঘড়ি প্রতীকে ইসির নিবন্ধন পায়।

‎সম্প্রতি চিঠি দিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফ এর নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইসি সচিবকে অনুরোধ করেছেন তারা।

বিজ্ঞাপন

‎মুহাম্মদ ইবরাহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও নতুন কমিটি গঠনের সকল তথ্য জমা দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশ কল্যাণ পার্টির (নিবন্ধন নং-০৩১) দাফতরিক ঠিকানা পরিবর্তিত হয়েছে। আগে চেয়ারম্যানের কার্যালয় ছিল বাড়ী নং-৩২৫, লেইন নং-২২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১৬ এবং মহানগর কার্যালয় ৮৫ নয়াপল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০।

‎গত ২০২৩ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভায় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদমর্যাদায় ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ওই ঠিকানা পরিবর্তিত হয়ে দাফতরিক ঠিকানা- ২৬৬/১, কমিশনার গলি, ফকিরেরপুল, থানা- মতিঝিল, জেলা- ঢাকা-১০০০ করা হয়েছে।

‎ একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ কল্যাণ পার্টির গঠণতন্ত্রের অনুচ্ছেদ ২০(ঞ) এর ১-৫ মোতাবেক পার্টির চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক-এর পরিবর্তে মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব আবদুল আউয়াল মামুন-এর পরিবর্তে মুহাম্মদ আবু হানিফ-কে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

‎বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির পরিবর্তিত দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিব-এর পরিবর্তিত নাম নিবন্ধিত হওয়া আবশ্যক। এ বিষয়ে পার্টির গঠনতন্ত্রে কমিশনকে অবগতির বাধ্যবাধকতা রয়েছে।

‎সারাবাংলা/এনএল/এসএস

ইব্রাহিম ইসি কল্যাণ পার্টি চিঠি চেয়ারম্যান বহিষ্কৃত

বিজ্ঞাপন

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

শরীয়তপুরে হামলায় সাংবাদিক আহত
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২

আরো

সম্পর্কিত খবর