Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে দেশের রফতানি আয় কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট 
২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের রফতানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি আয় কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) গত অর্থবছরের তুলনায় রফতানি বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রফতানি হয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি। আর একক মাস হিসাবে আগস্টে রফতানি হয়েছে ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারের পণ্য, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ কম। গত বছরের একই মাসে রফতানি আয় হয়েছিল ৪ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কৃষি পণ্য রফতানিতে ৩ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। হিমায়িত মাছ রফতানিতে প্রবৃদ্ধি সাড়ে ৩২ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৪ দশমিক ৪৪ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ দশমিক ৬৮ শতাংশ ও পোশাকে ৯ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশ তৈরি পোশাক খাত থেকে ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে, যা গত বছরের ৬ দশমিক ৫ বিলিয়নের চেয়ে ৯ দশমিক ৬৩ শতাংশ বেশি। এর মধ্যে নিট পোশাক খাতে রফতানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১১ শতাংশ এবং ওভেন খাতে আয় হয়েছে ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৮ শতাংশ।

তবে আগস্ট মাসে রফতানি আয় কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ হ্রাস। ওই মাসে নিট পোশাক খাত থেকে এসেছে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ঋণাত্মক ৬ দশমিক ৩৪ শতাংশ এবং ওভেন খাত থেকে এসেছে ১ দশমিক ৪০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ঋণাত্মক ২ দশমিক ৬৫ শতাংশ।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

রফতানি রফতানি আয় রফতানি উন্নয়ন ব্যুরো

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর