ঢাকা: রাষ্ট্রীয় চুক্তির আওতায় চার দেশ থেকে তিন ক্যাটাগরির প্রায় দেড় লাখ মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো আমদানিসহ ৮টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ২ হাজার ১২৮ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ দেশের বাইরে থাকায় মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে বিএডিসি’র সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির আওতায় চার দেশ থেকে তিন ক্যাটাগরির ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানির চারটি পৃথক প্রম্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৪৯ কোটি ৩১ লাখ টাকা।
চার প্রস্তাবের মধ্যে- প্রতি মেট্রিক টন ৭৯৫ ডলার দরে সৌদি আরব-এর মা’এডেন থেকে ৯ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩৮৯ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা;
প্রতি মেট্রিক টন ৩৬১ ডলার দরে রাশিয়ার প্রোডিনটর্গ থেকে ২য় লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা;
প্রতি মেট্রিক টন ৫৮৫.৩৩ ডলার দরে মরক্কো’র ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২১৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকা; এবং
প্রতি মেট্রিক টন ৭৯৩.৭৫ ডলার দরে চীনের ‘বনায়ন ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড’ থেকে ২য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩৮৯ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা।
এর বাইরে বৈঠকে প্রতি মেট্রিক টন ৪৭৪ ডলার দরে ‘কাফকো’ থেকে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৭৪ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা।
বৈঠকে প্রতি মেট্রিক টন ৭৭৯.৫০ ডলার দরে সংযুক্ত আরব আমিরাত-এর ‘মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই’ থেকে ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৯১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-এর জন্য এই এসিড কেনা হবে।
বৈঠকে আগামী নভেম্বরের জন্য স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমাদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ এ কার্গো সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১১.৫৪৯ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৪৮৫ কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা।
এছাড়া বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ি (১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি) স্তরের জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মোট ৪৮টি দরপত্রের বিপরীতে মোট বইয়ের সংখ্যা হচ্ছে ২ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৩৬৭টি। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা।