Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯

মো. শাহিদ রানা টিপু

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যা মামলার পলাতক আসামি মো. শাহিদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরে আলমের সই করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান শাহীদ রানা টিপুর বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ এপ্রিলের একটি হত্যা মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান। এরপর তা যাচাই-বাছাই শেষে শাহীদ রানা টিপুর চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রমে থাকা সমীচীন নয় বলে মনে করা হয় এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপুর বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী। টিপু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

২০১৮ সালের ১০ মার্চ সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হন আইয়ুব আলী। এই মামলার প্রধান আসামি টিপু। এরপর ২০২৩ সালের ২৩ এপ্রিল সদর উপজেলার সুন্দরপুর এলাকায় বালুমহল দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হন জিয়াউর রহমান। একদিন পর সদর মডেল থানায় তার স্ত্রী মিলিয়ারা বেগম ইউপি চেয়ারম্যান টিপুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার আসামি হলেন টিপু।

চলতি বছরের ১২ জানুয়ারি চরবাগডাঙ্গা এলাকায় র‍্যাবের সোর্স হিসেবে পরিচিত আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত পিন্টুর বাবা মো. হুমায়ুন এই মামলায় টিপু চেয়ারম্যানকে প্রধান আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক বলেন, চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কারের বিষয়টি তিনি এখনও জানেন না। তবে মামলার কারণে টিপু দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা এ নিয়ে লিখিত অভিযোগও দিয়েছেন। এই সমস্যা সমাধানের জন্য প্রশাসক নিয়োগের কথা ভাবা হচ্ছে। তবে এমন কোনো প্রজ্ঞাপন জারি হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

ইউপি চেয়ারম্যান বরখাস্ত হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর