Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘র‍্যাব-হেলিকপ্টার পাঠাচ্ছি বলে ৫৭ জন অফিসারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:০১

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে প্রকাশিত পিলখানা ট্র্যাজেডির ডকুমেন্টারি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নাই।’

তিনি লেখেন, ‘র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল ৫৭ জন অফিসারকে। এই বেঈমানির পেছনে কী সেনাবাহিনীর প্রতি তার প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড কাজ করেছে? এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এইচআই

পিলখানা ট্র্যাজেডি মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর