Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক লুৎফর, সদস্য সচিব নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১

আহ্বায়ক লুৎফর ঢালী ও সদস্য সচিব মৃধা নজরুল

শরীয়তপুর: শরীয়তপুরে অ্যাডভোকেট মো. লৎফর রহমান ঢালীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. মৃধা নজরুল কবিরকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট মৃধা নজরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ১৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন।

কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকে মো. জাহাঙ্গীর আলম কাশেম, অ্যাডভোকেট মো. হেলাল উদ্দীন আখন্দ, অ্যাডভোকেট মো. মোসলেম খান, অ্যাডভোকেট মো, শাহাদৎ হোসেন, অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, অ্যাডভোকেট কামরুল হাসান,
অ্যাডভোকেট মো. বি এম মনোয়ার,অ্যাডভোকেট মো. সেলিম আহম্মেদ, অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন মোল্যা,
অ্যাডভোকেট মো. রুবায়েত আনোয়ার মনির, অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান স্বপন, অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মোসা. মনিরা আক্তার, অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ, অ্যাডভোকেট মো. রুহুল আমীন ও
অ্যাডভোকেট মো. এনামুল হক এনাম,অ্যাডভোকেট মো. নুরুজ্জামান।

বিজ্ঞাপন

নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, আইনজীবীসহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সারাবাংলা/এসআর

আইনজীবী ফোরাম শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর