ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও ফরিদপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল আগামীতে ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে তার দল ‘ এ ছাড়া তাদের দলে সুবিধাবাদি ও চাঁদাবাজদের ঠাঁই দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রসুল বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা এস এম আল আমিন, জেলা জাসাস নেতা রফিকুল ইসলাম লিটনসহ আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।ৃ