Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা‌দেশ থেকে দক্ষ জনশক্তি নি‌তে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮

ঢাকা: বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য কমোরোসের রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ। মোরোনিতে এক অনুষ্ঠানে কমোরোসের রাষ্ট্রপতি আজালি আসৌমানির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত এই অনুরোধ জানান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মরিশাসের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

পরিচয়পত্র পেশের পর কমোরোস ইউনিয়নের রাষ্ট্রপতি বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূতকে অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি রাষ্ট্রদূত‌কে তার মেয়াদের পরবর্তী সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতি শুভকামনা জানান।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, ‘কমোরোস সবসময় বাংলাদেশ এবং কমোরোসের মধ্যে বিদ্যমান সম্পর্ককে মূল্য দেয়।‘ জবাবে রাষ্ট্রদূত কমোরোস ইউনিয়নের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা জানান।

কমোরোসে যাওয়ার পর থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য কোমোরোস সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে নতুন স্তরে উন্নীত করতে তার সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত এই সুযোগে রাষ্ট্রপতিকে বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাট, চামড়া, কৃষি এবং অন্যান্য শিল্প খাতে প্রশংসনীয় সাফল্য সম্পর্কে অবহিত করেন। তিনি কমোরোস সরকারকে তাদের হালকা প্রকৌশল/শিল্প, চিকিৎসা (ডাক্তার ও নার্স) এবং কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অনুরোধ করেন।

এ ছাড়া শিক্ষা বিনিময় কর্মসূচি, দক্ষ জনশক্তি নিয়োগ এবং কৃষি ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক/চুক্তির প্রস্তাবও করেন। উভয় সরকারই আশা প্রকাশ করেন যে আগামী দিনে তাদের দেশের পারস্পরিক সুবিধার জন্য দুই সরকার সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবে।

সারাবাংলা/একে/এইচআই

কমোরোস রাষ্ট্রদূত রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর