Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে মারধর, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেট ক্রসিং এর দক্ষিণ পাশে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে মারধর করার অভিযোগে মো. আনোয়ার হোসেন নামের একজন গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেট ক্রসিং এর দক্ষিণ পাশে দায়িত্বরত ছিলেন ট্রাফিক বিভাগের এক কনস্টেবল। এ সময় তিনি উত্তর দিক বন্ধের সিগন্যাল দিলে একটি প্রাইভেটকার সিগন্যালে আটকে পড়ে। পরবর্তীতে প্রাইভেটকার আরোহী এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে।’

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, বিকেল ৩টার দিকে ওই ব্যক্তিসহ আরও ৬ থেকে ৭টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন লোক খিলগাঁও রেলক্রসিং সিগন্যালে আসে এবং দায়িত্বরত সেই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় কাছাকাছি থাকা বিট কর্মকর্তা তাকে উদ্ধারে এগিয়ে আসলে সেও মারধরের শিকার হয়। পরবর্তীতে বেতারযন্ত্রের মাধ্যমে তারা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল হতে মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় অন্যান্যরা দ্রুত সটকে পড়ে।’

তিনি বলেন, ‘গ্রেফতার আসামিসহ আরও দুইজন এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আহত করা, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

গ্রেফতার ট্রাফিক পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর