বাগেরহাট: বাগেরহাটের মোংলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার পৌরসভা ও ৩৬৩টি কেন্দ্রে ৩১ হাজার ২৬৩ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আবু হুরায়রা, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
ডা. মো. শাহীন জানান, টিকা গ্রহণের জন্য প্রত্যেককে অনলাইনে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এজন্য প্রয়োজন হবে শুধু জন্মনিবন্ধন সনদ। তিনি আরও বলেন, ইতিমধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে ধারাবাহিকভাবে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা করা হচ্ছে।
তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে শিশু-কিশোরদের মধ্যে টিকা প্রদানের মাধ্যমে রোগের প্রকোপ কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।