এমন দিন যে আসবে, সেটা সবারই জানা। আর্জেন্টাইন ফুটবলকে যিনি এনে দিয়েছেন বহু আরাধ্য বিশ্বকাপ শিরোপা, সেই লিওনেল মেসিই শেষবারের মতো খেলতে নামছেন আর্জেন্টিনার মাটিতে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনার মাটিতে পা রেখেছেন মেসি।
বয়স তার ৩৮। ২০২৬ বিশ্বকাপটাই যে তার শেষ টুর্নামেন্ট, সেট বলাই বাহুল্য। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি।
আগামী ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবেন মেসি। মেসি নিজেই জানিয়েছেন, এটাই দেশের মাটিতে খুব সম্ভবত তার শেষ ম্যাচ।
দীর্ঘ এক যাত্রা শেষে আর্জেন্টিনার দর্শকদের সামনে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে হাজির হবে মেসি। ম্যাচটাই তাই অনুমেয়ভাবেই হতে যাচ্ছে ইতিহাসের অংশ।
মেসির শেষ ম্যাচ উপলক্ষে এরই মধ্যে মনুমেন্টাল স্টেডিয়ামে প্রস্তুতি জোরেশোরে চলছে। মেসিকে বরণ করে নিতে আয়োজক কমিটি রাখছে বিশেষ সব আয়োজন। খেলা দেখতে মাঠে আসবেন মেসির পুরো পরিবার, আসবেন বরেণ্য ব্যক্তিরাও।
মেসিকে শেষবারের মতো ঘরে মাঠে খেলতে দেখার সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছেন না কেউই। টিকিটের জন্য চলছে হাহাকার।
নিজের শেষ ম্যাচে কেমন করবেন মেসি, সেটা দেখার অপেক্ষায় পুরো আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫.৩০ মিনিটে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।