ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী সন্দেহভাজন একটি নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প জানান, ‘ক্যারিবিয়ান সাগরে ভোরে চালানো এ হামলায় নৌকাটি ধ্বংস করা হয়েছে। এই অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।’
হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, নৌকাটি ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং এতে বিপুল পরিমাণ মাদক ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানান, হামলাটি ক্যারিবিয়ানের দক্ষিণাঞ্চলে ঘটেছে। তবে সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চলে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক চালিত সাবমেরিন অবস্থান করছে বা সেখানে পৌঁছানোর পথে রয়েছে। এসব জাহাজে রয়েছেন সাড়ে চার হাজারের বেশি নৌসেনা ও মেরিন।
ঘটনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিক্রিয়ায় সামরিক প্রস্তুতি জোরদার করেছেন। সোমবার এক ভাষণে তিনি সতর্ক করেন, দেশ আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলাকে অস্ত্রসজ্জিত প্রজাতন্ত্রে রূপান্তরিত করবেন।
জাতিসংঘে ভেনেজুয়েলা সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ান সামরিক মোতায়েন বন্ধের দাবি জানিয়েছে। তবে মঙ্গলবারের হামলার বিষয়ে কারাকাসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি।