Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২

সুনামগঞ্জে র‍্যালি করেছেন সদর বিএনপি।

সুনামগঞ্জ: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে মিছিলটি আলোচনা সভায় মিলিত হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম পৌরসভা বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম সুনামগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও মোশিদা বেগম প্রমুখ।

বিজ্ঞাপন

এই সময় বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের মুক্তির জন্য স্বাধীনতা রক্ষার জন্য তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সকল নেতাকর্মী আন্দোলন করে সফল হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর