Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪২

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলে র‌্যালি।

টাঙ্গাইল: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতি বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আকবর জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা ও উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো দেশের মাটিতে ঘাপটি মেরে আছে। আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে কোনো কোনো মহল নানা ষড়যন্ত্র করছে।’

বিজ্ঞাপন

এর আগে হামিদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশস্থলে মিলিত হয়।

সারাবাংলা/এইচআই

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর