Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

কক্সবাজার: কক্সবাজারে অবস্থান করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। তার সঙ্গে আরও দুই ব্যক্তি রয়েছেন।

এরা দুইজন হলেন- কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।

জানা গেছে, পিটার হাস মহেশখালী উপজেলার ৩০ শয্যাবিশিষ্ট এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৫৮ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

কক্সবাজার কক্সবাজারে পিটার হাস

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর