Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জোবরার ৮ যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

স্থানীয় গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ। ফাইল ছবি

চট্টগ্রাম ‍ব্যুরো: হাটহাজারী উপজেলায় স্থানীয় গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানিয়েছেন, গ্রেফতার আটজনের মধ্যে তিনজনের নাম এজাহারে আছে। এরা হলেন— এজাহারের ৬১ নম্বর আসামি ইমরান হোসেন এমরান (৩৫), ৬৪ নম্বর আসামি মো. হাসান (২২) ও ৮৬ নম্বর আসামি মো. রাসেল ওরফে কালা রাসেল (২৫)।

বিজ্ঞাপন

বাকি পাঁচজনকে তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। এরা হলেন— মো. আলমগীর (৩৫), নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন ভবনের ভাড়াটিয়া এক ছাত্রী রাতে বাসায় প্রবেশ নিয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝগড়ার জেরে শনিবার (৩০ আগস্ট) রাতে সংঘাতের সূত্রপাত হয়। ওইদিন রাতে এবং পরদিন রোববার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর দফায়, দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত তিন শতাধিক আহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আহতদের মধ্যে প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য এবং একজন উপ-উপাচার্যও আছেন। দ্বিতীয় দফায় সংঘর্ষের একপর্যায়ে রোববার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আব্দুর রহিম বাদী হয়ে মঙ্গলবার হাটহাজারী থানায় মামলা করেন। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়।

সারাবাংলা/আরডি/এইচআই

গ্রেফতার চবি শিক্ষার্থী জোবরা সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর