Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনের কোনো বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৩

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

কুমিল্লা: কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, অন্তরর্বর্তী সরকারের পক্ষ হতে নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের মধ্যে ষড়যন্ত্র তত বেশি হবে। দেশের মধ্যকার এ ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনই দেশের শান্ত পরিবেশ বজায় রেখে দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, ‘সংসদ নির্বাচন নিয়ে দেশের সবাই এখন একমত। কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। কিন্তু দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি কী জিনিস বুঝে না। মূলত তাদেরকে কেউ সমর্থন করে না বলেই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় ও এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য। এখন আর ভোট ডাকাতি হবে না। আপনার ভোট আপনি নিজে দিতে পারবেন।’

তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনার আমলে ১৭ বছর র‍্যালি তো দূরের কথা আমরা আলোচনা করতে পারিনি। হাসিনার পতনের পরে গত বছর থেকে আমরা রাজপথে র‍্যালি করতে সক্ষম হয়েছি।’

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের সভাপতি জগরুল ইসলাম জগলু, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন সরকার প্রমুখ।

সারাবাংলা/এইচআই

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নির্বাচন পিআর সেলিম ভূঁইয়া

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর