Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের উগ্র স্লোগানের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল।

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ।

সিবগাতুল্লাহ বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে কেবল ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল ধর্ষণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং এটিকে আরও উৎসাহিত করছে।’

বিজ্ঞাপন

ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, ‘ডাকসুতে আমাদের নারী প্রার্থীদের অব্যাহতভাবে ট্যাগিং, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না।’

তিনি আরও বলেন, ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এটি কোনো স্লোগান নয়, বরং উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। গতকাল দেশের বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী স্লোগান দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন বানচাল করার জন্য ছাত্রদল নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে। আদালতকে প্রভাবিত করার জন্য তারা আদালতের সামনে কর্মসূচি পালন করেছে। তবে কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।’

তিনি ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও ছাত্রসমাজকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান, মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সারাবাংলা/এএস/এনজে

উগ্র স্লোগান ছাত্রশিবির ছাত্রসংসদ নির্বাচন প্রতিবাদ বিক্ষোভ

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর