ঢাকা: দেশি-বিদেশি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হলে আমাদের পুঁজিবাজার শক্তিশালী ও সমৃদ্ধশালী বাজারে পরিণত হবে- বলে আশাবাদ ব্যক্ত করেছে স্টক ব্রোকারদের সংগঠন ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ (ডিবিএ)।
বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন’ (বিএসইসি) এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে ভাল কোন কোম্পানি আসেনি। ভাল কোম্পানির অভাবে আমাদের বাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীর তেমন উল্লেখযোগ্য অংশগ্রহণ ঘটেনি এবং এর ফলে বাজার স্থিতিশীল ও টেকসই হয়নি।
তিনি বলেন, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে আমরা পুঁজিবাজারে দেশি-বিদেশি ভাল কোম্পানি তালিকাভুক্তির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। গত ১১ মে পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বৈঠকে আমাদের দাবির প্রতিফলন দেখতে পেয়ে আমরা আশান্বিত হই। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এর বাস্তবায়নে বিএসইসি’র কার্যকর পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে, যার প্রতিফলন ইতিমধ্যে বাজারে ফুটে উঠেছে।
আমরা আশা করি দেশি-বিদেশি কোম্পানিসমূহকে দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে কমিশনের কার্যকর পদক্ষেপ বিনিয়োগের ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীর চাহিদা পূরণের মাধ্যমে আমাদের পুঁজিবাজারকে শক্তিশালী ও সমৃদ্ধশালী বাজারে পরিণত করবে।