Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র প্রতিষ্ঠা এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ: মীর হেলাল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এটাই আমাদের দলের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ। আর গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের আমর দাঁতভাঙা জবাব দেব। বিএনপি হবে সকল মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি গঠন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি সকল সংকটে, ক্রান্তিকালে জাতির পাশে থেকেছে। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। বিগত স্বৈরাচার সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রেখেছিল। তবুও তিনি মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।’

বিজ্ঞাপন

‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে। দেশের মানুষ আজ মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে জীবনযাপন করছে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কেউ যেন গণতন্ত্রকে হত্যা করে স্বৈরশাসন কায়েম করতে না পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীদের বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন মীর হেলাল।

হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ও পৌর কমিটির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন ও অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশে উপজেলা কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, দলটির নেতা রফিকুল আলম, আইয়ুব খান, আবদুস শুক্কুর, আবদুল মান্নান দৌলত, শাহেদুল আজম শাহেদ, রিয়াদ উদ্দিন রিয়াদ বক্তব্য দেন।

সমাবেশ শেষে মীর হেলালের নেতৃত্বে শোভাযাত্রা হাটহাজারী উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

সারাবাংলা/আরডি/এইচআই

বিএনপি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মীর হেলাল হাটহাজারী উপজেলা

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর