ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আনন্দ র্যালি ও সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করে। র্যালিটি কদমতলী মোড়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে দলের এক হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ব্যান্ড পার্টির গানের তালে তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হক খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ।
সভায় বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, বেনজির আহমেদ রাসু, মো. কায়কোবাদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, সিদ্দিকুর রহমান বাবু, ইকবাল হোসেন ও ছাত্রদল নেতা রাজুন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা অতীতের মতো ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিক রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শামসুল আলম গোলাপ, বিল্লাল হোসেন, নাদিরুজ্জামান রুমিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।