Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য কর্মসূচি

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা সদরে অনুষ্ঠিত এই আয়োজনে ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব।

বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি আপসহীন সংগ্রামী প্ল্যাটফর্ম। জনগণের ভোটাধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

প্রধান অতিথি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপি একটি গণমানুষের দল। দমন-পীড়ন দিয়ে এই দলকে দমানো যাবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব বলেন, বাঘারপাড়া বিএনপি বরাবরই শক্তিশালী। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে গণআন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকার আহ্বান জানান।

দিনভর বাঘারপাড়া উপজেলা সদরে হাজারো নেতাকর্মী মিছিল ও স্লোগানে মুখর ছিলেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সভাস্থলে যোগ দেয়। বাদ্যযন্ত্রের তালে ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিজ ইকবাল ঈসা এবং সদস্য সচিব পারভেজ রহমান।

সারাবাংলা/এইচআই

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি যশোরে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর