Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯

ভারতে কারাভোগ শেষে দেশে ফেরা ৩ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

বেনাপোল: পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশের পর দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে হস্তান্তরকৃত দুই নারী ও এক পুরুষকে পরবর্তীতে এনজিও জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হস্তান্তর হওয়া বাংলাদেশিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা মলি বেগম (৩৬), একই জেলার মো. ইউসুফ আলী (৪৩) ও চট্টগ্রামের বাসিন্দা রোনা বেগম (৩২)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর