Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসইউতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা

সারাবাংলা ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

ঢাকা : ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারি বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ওই কর্মশালার আয়োজন করা হয়।

আইএসইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, ‘শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।

শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের। এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা তাদের এডুকেশনাল ও প্রফেশনাল দক্ষতা আরো বৃদ্ধি করতে পারবেন। ওবিই এর আলোকে পাঠ্যক্রম প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইএসইউ কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

‘ওয়ার্কশপ অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর টিচার’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। এ ছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম।

সারাবাংলা/এসআর

আইএসইউ কর্মশালা পেশাগত দক্ষতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর