Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে বিএনপির আনন্দ র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৬

রাজবাড়ীতে বিএনপির আনন্দ র‍্যালি

রাজবাড়ী: বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএন‌পির ৪৭তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে রাজবাড়ী‌তে আনন্দ র‍্যা‌লি ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যা‌লি বের ক‌রেন নেতাকর্মীরা। র‍্যা‌লি‌টি বাদ‌্যয‌ন্ত্রের তা‌লে তা‌লে প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে আজাদী ময়দা‌নে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সদর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী মোল্লার সভাপ‌তি‌ত্বে জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক রেজাউল ক‌রিম শিকদার‌ পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার শিকদার, সদর উপজেলা বিএনপি নেতা শাহাদত হোসেন মিল্টন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সম্পাদক মাজেদ রহিম প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এ সময় জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টুসহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

সমাবেশে বক্তারা ব‌লেন, ‘আগামী ফেব্রুয়ারি‌তে দে‌শে নির্বাচন। এক‌টি পক্ষ নির্বাচন বানচাল কর‌তে ষড়যন্ত্র কর‌ছে। এ জন‌্য সবাইকে ঐক‌্যবদ্ধ থে‌কে দ‌লের ম‌নো‌নীত ধা‌নের শী‌ষের প্রার্থী‌কে বিজয়ী করতে কাজ কর‌তে হ‌বে। ত‌বে আমা‌দের ম‌ধ্যে কোনো গ্রু‌পিং নাই। যে ধা‌নের শীষ পা‌বে, তার প‌ক্ষেই আমরা কাজ কর‌ব।’

এর আগে প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেলের নের্তৃ‌ত্বে আনন্দ র‍্যা‌লি ক‌রে নেতাকর্মীরা।

সারাবাংলা/এইচআই

আনন্দ র‌্যালি প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর