Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯

রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটের জাফলংয়ে এসে গ্রেফতার হলেন ২২ মামলার আসামি নারায়ণগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার আলীরগ্রামে তাকে গ্রেফতার করে গোয়াইনঘাট পুলিশ।

রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাবুগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে গ্রেফতার এড়াতে তার নিজের শিশু সন্তানদের নিয়ে আলীরগ্রামের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গ্রামবাসী শিশু অপহরণকারী সন্দেহ করে মাইকে ঘোষণা দিয়ে তাকে আটক করে। পরে গোয়াইনঘাট থানা পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়।

বিজ্ঞাপন

গোয়াইনঘাট পুলিশ জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজের বিরুদ্ধে খুন, হত্যা, ছিনতাই, চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে র‍্যাব তাকে আটক করেছিল। সে সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারাল দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল এবং ছয়শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিল।

গোয়াইনঘাট থানার অফিসার  ওসি তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ানগঞ্জে হত্যাসহ ২২টি মামলা রয়েছে। বিষয়টি নারায়ানগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে। সে বর্তমানে গোয়াইনঘাট থানা হেফাজতে রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর