Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮

প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ইমাম ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বুধবার ‎(৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত ইমাম ইসলাম উপজেলার সিংগিমারী শস্য গুদাম এলাকার সৌদি প্রবাসী নুর ইসলামের ছেলে। সে স্থানীয় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র ইমাম ইসলামকে যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, বাসটি আটক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

সড়ক দুর্ঘটনা স্কুলছাত্র নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর