ঢাকা: নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা আজ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, সভায় নির্বাচন কমিশনাররা ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আশাদুল হক বলেন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যবৃন্দের মতবিনিময় সভা হবে।