Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজ খেলতে ‘বড় ঝুঁকি’ নিতেও প্রস্তুত কামিন্স

স্পোর্টস ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০০

আসন্ন অ্যাশেজে অনিশ্চিত কামিন্স

অ্যাশেজের বাকি আরও দুই মাস। তবে টেস্ট ইতিহাসের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী এই দ্বৈরথ নিয়ে এখন থেকেই ভাবছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ভাবনাটা অজি অধিনায়ক প্যাট কামিন্সের মাথা কাজ করছে একটু বেশিই। ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়া কামিন্স জানিয়েছেন, বড় ঝুঁকি নিয়ে হলেও অ্যাশেজে মাঠে নামতে চান তিনি।

পিঠের ইনজুরিটা বেশ কয়েক মাস ধরেই ভোগাচ্ছে কামিন্সকে। এই সপ্তাহেই জানা গেছে, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে আসন্ন দুই ওয়ানডে সিরিজে থাকছেন না কামিন্স। গুঞ্জন উঠেছে, সুস্থ হয়ে ফিরতে ফিরতে শুরু হয়ে যাবে অ্যাশেজও।

এক সাক্ষাৎকারে কামিন্স বলছেন, পুরোপুরি সুস্থ না হয়েও অ্যাশেজে মাঠে নামতে চান তিনি, ‘অ্যাশেজ খেলতে না পারা বড় একটা ধাক্কা হবে আমার জন্য। এই সিরিজে খেলার জন্য আমি সবকিছু করতে রাজি। যদি বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটাও করব। তবুও আমি নভেম্বরে অ্যাশেজটা খেলতে চাই।’

বিজ্ঞাপন

অ্যাশেজের আগে পুরোপুরি সুস্থ না হলেও টিম ম্যানেজমেন্ট তাকে স্কোয়াডে রাখবে, আশা কামিন্সের, ‘আমি কিছুটা ঝুঁকি নিয়ে হলেও অ্যাশেজে খেলার ব্যাপারে আগ্রহী। এর চেয়ে বড় সিরিজ আর নেই। দুই দলের সবাই এই সিরিজটা কিছুতেই মিস করতে চায় না। আমি আশা করছি অ্যাশেজ শুরুর আগেই আমি সুস্থ হয়ে স্কোয়াডে ফিরব।’

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে এবারের অ্যাশেজের লড়াই।

সারাবাংলা/এফএম

অ্যাশেজ প্যাট কামিন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর