পর্তুগালের রাজধানী লিসবনে এলেভাদর দা গ্লোরিয়া ফানিকুলার রেলকার লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রেলকারের হলুদ বগিটি ভবনের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে পড়ে আছে। দমকলকর্মীরা রাতভর ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের উদ্ধার করেন।
দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুসা শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকার বৃহস্পতিবারকে (৪ সেপ্টেম্বর) জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
লিসবন ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি আলগা তারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফানিকুলারটি ভবনে আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে নিহতদের মধ্যে বিদেশিও রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৮৮৫ সালে চালু হওয়া এলেভাদর দা গ্লোরিয়া লিসবনের বাইশা জেলা থেকে বাইরো আল্টো পর্যন্ত যাত্রী পরিবহন করে। শহরের অন্যতম ঐতিহাসিক এই ফানিকুলার স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্যও আকর্ষণীয় একটি পরিবহন ব্যবস্থা। দুর্ঘটনার সময় দুটি বগির মধ্যে নিচেরটি বেশিরভাগ অক্ষত থাকলেও ওপরের বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে।