Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮

ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক এম জুবায়দুর রহমান – কোলাজ ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক এর সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক এম জুবায়দুর রহমান তার নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই’র ওয়েবসাইটে বলা হয়েছে, এম জুবায়দুর রহমান আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) -এর মাধ্যমে বাজারদরে পাবলিক মার্কেটে তার হাতে থাকা সব (১ লাখ ৪৯ হাজার ৬২২টি) শেয়ার বিক্রি করবেন।

বুধবার ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমাপনী দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। সে হিসাবে বিক্রির মোট অংক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা। এদিন ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.৪৭ শতাংশ বেড়ে ৪২ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন জুবায়দুর রহমান। এর আগে, চলতি বছরের ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংক তাকে পরিচালক হিসেবে মনোনীত করে এবং গত এপ্রিলে ব্যাংকটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।

ইসলামী ব্যাংকের এপ্রিল মাসের মাসিক শেয়ারহোল্ডিং রিপোর্টে তার নামে কোনো শেয়ার দেখানো হয়নি। কিন্তু জুলাই মাসের রিপোর্টে দেখা যায় তিনি ১ লাখ ৪৯ হাজার শেয়ারের মালিক।

জানা যায়, জুবায়দুর রহমান এক দশকেরও বেশি আগে শেয়ারগুলো কিনেছিলেন। কিন্তু নথিপত্রে অসঙ্গতির কারণে সেগুলো আগের রিপোর্টে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং শেয়ারগুলো তার নামে নথিভুক্ত করা হয়।

এদিকে ২০২৫ সালের প্রথমার্ধে ইসলামী ব্যাংক আগের বছরের তুলনায় ৮১ শতাংশ কম সমন্বিত নিট মুনাফা দেখিয়েছে।  খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন ঘাটতির কারণে ব্যাংকটি ২০২৪ সালে কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি।  সর্বশেষ চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়ায় ৬৭ কোটি ৪০ লাখ টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫৬ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে দাঁড়িয়েছে ৪২ পয়সায়, যা এক বছর আগে ছিল ২.২২ টাকা।

সারাবাংলা/আরএস

ইসলামী ব্যাংক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকের সব শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজার

বিজ্ঞাপন

গুগল ফটোজের নানা সুবিধা
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১

হাসি কি সংক্রামক? বিজ্ঞান কী বলে
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর