Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আস্থা ফেরার আশায় পুঁজিবাজার, বাড়ছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮

ঢাকা: গত কয়েকদিন ধরে পুঁজিবাজারে লেনদেন বাড়ছে। এতে করে লেনদেন এখন ১ হাজার ৩০০ কোটি টাকা স্পর্শ করেছে। যা প্রায় ১৩ মাস পর এমনটি হয়েছে। লেনদেনের এই ক্রমবর্ধমান উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজার নিয়ে নতুন করে আশার সঞ্চার তৈরী হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪ পয়েন্টে। যা বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৩৭ পয়েন্ট বেড়েছিল।

ডিএসই-তে আগের দিনের মতো বৃহস্পতিবারও ১ হাজার ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। এদিন ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।আগের দিন এর পরিমাণ ছিল ১ হাজার ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট ১ হাজার ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৫ টি বা ৪৪.৬৪ শতাংশের। আর দর কমেছে ১৪৫টির বা ৩৬.৯৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২টির বা ১৮.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০৯টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯৭ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ২১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

কাজাখস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০

আরো

সম্পর্কিত খবর