Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবকিছুর ক্ষমা হয় না: শেখ হাসিনার আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯

শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ করেননি বলে মন্তব্য করেছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি বলেন, রাজসাক্ষী হিসেবে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেওয়া জবানবন্দির দিন ধার্য ছিল আজ। এরই মধ্যে আমি তাকে জেরা করেছি। জেরার এক পর্যায়ে তিনি ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেই সবকিছুর ক্ষমা হয় না বলে আমি জানিয়েছি। অনেক কিছুর ক্ষমা হয়। কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা হয় না।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মামুনকে জেরার প্রথমার্ধ শেষে আমির হোসেন বলেন, ‘সাবেক আইজিপি মামুন যদি হত্যা করেই থাকেন কিংবা স্বীকার করেন; তাহলে তারও বিচার হওয়া উচিত। বর্তমানে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন চৌধুরী মামুন। কিন্তু, আমি জেরার মাধ্যমে আনার চেষ্টা করছি তিনি নির্দোষ না। এছাড়া, তিনি যাদের অপরাধী ভাবছেন; আমি মনে করি তারা কোনো অপরাধ করেননি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ‘আমার মক্কেল তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ কিংবা কোনো হত্যার সঙ্গে জড়িত নন। এছাড়া তারা কোনো নির্দেশও দেননি।’

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

সারাবাংলা/আরএম/পিটিএম

আইনজীবী প্রসিকিউশন শেখ হাসিনা

বিজ্ঞাপন

কাজাখস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০

আরো

সম্পর্কিত খবর