চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট, এখানে তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নেই। কিন্তু আমাদের একটি অনন্য সম্পদ আছে। সেটি হচ্ছে বিপুল জনসংখ্যা। এই বিপুল জনসংখ্যাকে অনেকে বোঝা বলেন, সেটি নেতৃত্বের ব্যর্থতার কারণে হতে পারে। বিপুল জনসংখ্যাকে বিপুল জনশক্তিতে রূপান্তর করা যায়নি। আমরা যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম, সেটা আমরা পারিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষামূলক কর্মসূচি- ইউসেপ বাংলাদেশ আয়োজিত ‘চাকরি মেলা ২০২৫ ও এসএসসি ফলাফল উদযাপন’ অনুষ্ঠানে সচিব এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর কালুরঘাটে একটি কনভেনশন হলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিশাল জনসংখ্যার মাঝে অনন্য সাধারণ সম্ভাবনা ও স্বপ্ন লুকিয়ে আছে। তাদের যদি আমরা হাতে-কলমে, কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে তারা আমাদের দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি-পশুপালন, সমুদ্র সম্পদের ব্যবহারসহ এ দেশের সার্বিক খাতে তারা ভূমিকা রাখতে পারবে। আবার এই বিশাল জনশক্তিকে বিদেশে রফতানি করে আমরা বৈদেশিক মুদ্রা আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও উন্নত করতে পারব, যদি আমরা এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি।’
তিনি আরও বলেন, ‘বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে চতুর্থ বিপ্লবের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আমি জেনে আনন্দিত হয়েছি যে, ইউসেপের প্রতিষ্ঠানগুলো চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন ট্রেনিং কোর্স ইতোমধ্যে চালু করেছে। আমরা মনে করি, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের কর্মের দক্ষতা বৃদ্ধি করে এবং একইসঙ্গে চাকুরি বা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। কারিগরি ও ভোকেশনাল শিক্ষা নিলে তরুণরা প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার পাশাপাশি দ্রুত স্বাবলম্বী হবে।’
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) শরীফ উদ্দিন, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক মাসুদ আলম বক্তব্য দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসেপ জানিয়েছে, ইউসেপ-বাংলাদেশে থেকে প্রশিক্ষণ পাওয়া চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ স্থাপন করার লক্ষ্যে এ চাকরি মেলা আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী মেলায় প্রাণ আরএফএল গ্রুপ, বিএসআরএম, প্যাসিফিক জিন্স লিমিটেড, কোর্টস বাংলাদেশ লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইল, ট্রান্সকম বেভারেজ, ক্লিফটন গ্রুপ, এভারকেয়ার হসপিটাল, আল ইত্তেহাদ, কেওয়াই টু টন, ম্যাফ স্যুজ, এন মোহাম্মদ গ্রুপ, আরজেএন ফুটওয়্যার, উত্তরা অটোমোবাইলস, জেনেক্স ইনপোসিজসহ মোট ১৫ টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ৯৩ জন চাকরি পেয়ে নিয়োগপত্র নেন। ৬৭১ জন চাকরি প্রত্যাশী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।
এ ছাড়া অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পরিচালিত ৮টি টেকনিক্যাল স্কুলের জিপিএ-৫ পাওয়া ১৭৭ জন ছাত্র-ছাত্রী এবং সেরা শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের আগে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম নগরীর মোহরায় এ কে খানইউসেপ টিভিইটি ইনস্টিটিউট ও এ কেখান ইউসেপ পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন।