খুলনা: খুলনার রূপসায় দা দিয়ে কুপিয়ে পারভীন বেগম (৩৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী পলাশ শেখ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের যুগীহাটি এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহে স্বামীর সঙ্গে পারভীন বেগমের কথা-কাটাকাটি একপর্যায়ে পলাশ হাতে থাকা দা দিয়ে গুরুতর জখম করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর থেকে স্বামী পলাকত রয়েছেন। তাকে ধরতে পুলিশের চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।