Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসডিজি বাস্তবায়নে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: এসডিজি বাস্তবায়ন বা দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য ব‌লে অভিমত ব‌্যক্ত ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

তিনি বলেন, এজন্য মাত্র ৫ বছর সময় বাকি রয়েছে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ( ইউএনওপিএস) এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠা‌নে এ নরওয়ের রাষ্ট্রদূত এসব কথা বলেন।

হাকন গুলব্রান্ডসেন বলেন, বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। তবে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য। স্থানীয় পর্যায়ে অনেক চ্যালেঞ্জ আছে, যেমন- সমন্বয়, রাজনৈতিক সদিচ্ছা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ইকবাল আবদুল্লাহ হারুন বলেন, এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের অঙ্গীকার। তাদের সফলতাই বাংলাদেশের সফলতা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মারুফুল ইসলাম। তিনি বলেন, আমাদের ভিশন আছে, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় অংশীদারদের ক্ষমতায়ন, তাদের স্বায়ত্তশাসন রক্ষা এবং উন্নত তথ্য ও প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।

উদ্বোধনী বক্তব্যে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস বলেন, বাস্তব উন্নয়ন আমাদের স্থানীয় সম্প্রদায়ের হাতে। তাদের দৈনন্দিন অভিজ্ঞতা ও সমাধান আমাদের নীতিকে অন্তর্ভুক্তিমূলক করতে অপরিহার্য।

ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন বলেন, বিআইআইএসএস-এর সঙ্গে একত্রে আমরা স্থানীয় কণ্ঠ ও উদ্যোগকে শক্তিশালী করছি। প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব, যখন তা হবে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও সম্প্রদায়-নেতৃত্বাধীন কর্মের মাধ্যমে।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ড. মাইকেল ক্রেজা বলেন, এসডিজি শুধু ওপর থেকে চাপিয়ে দেওয়া নীতির মাধ্যমে সফল হতে পারে না। স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীকে কেন্দ্র করে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন সবসময় সহযোগিতা করেছে।

নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির বলেন, যখন স্থানীয় সম্প্রদায় নিজেরাই উন্নয়ন পরিকল্পনা করে ও বাস্তবায়ন করে, তখন ফলাফল হয় আরও টেকসই ও ন্যায্য। এ গোলটেবিল বৈঠক সেই শক্তিকে স্বীকৃতি দেওয়ার একটি পদক্ষেপ।

সারাবাংলা/একে/আরএস

এসডিজি বাস্তবায়ন

বিজ্ঞাপন

চকরিয়ায় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০

আরো

সম্পর্কিত খবর