Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কিশোর অপরাধীচক্রের (কিশোর গ্যাং) নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর হামজারবাগ ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার নয় জনের বয়স ১৬-১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও দোকান কর্মচারী রয়েছে। মোহাম্মদপুর বয়েজ সিন্ডিকেট (এমবিএস) নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য তারা।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বসে আড্ডা দেয়। নিয়মিত মারামারি করে। পাড়া-মহল্লার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করে। হামজারবাগে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি মামলা হয়েছে। এর পর আমরা তাদের গ্রেফতারে অভিযান শুরু করি।’

বিজ্ঞাপন

পাঁচলাইশ থানার মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান ওসি সোলাইমান।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর