Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে এমপি মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮

সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী

সিলেট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিনি শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়। মাওলানা মুশতাক সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।

হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, তাকে খুজে বের করতে পুলিশের একাধিক টিম এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর