Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ইউজিসি-ইউএন উইমেনের যৌথ উদ্যোগ

ঢাবি করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএন উইমেনের তিন সদস্যের দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসিতে এক সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ- এর সঙ্গে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ কথা জানানো হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি’র আর্ন্তজাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদিয়া তাসনীম ও তোসিবা কাশেম সভায় উপস্থিত ছিলেন।

নবনীতা সিনহা বলেন, ‘দেশের পাবলিক প্লেস, গণপরিবহণ, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে তিন বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।’

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেন এই প্রকল্প বাস্তবায়ন করবে। ইউজিসি কর্তৃক নির্বাচিত পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে তিনি জানান।

নবনীতা সিনহা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি’র সহযোগিতা প্রত্যাশা করেন। শিগগিরিই এ লক্ষ্যে ইউজিসি’র সঙ্গে একটি সমঝোতা স্বারক সই করা হবে ।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।‘ এ ছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে তিনি জানান।

হাইকোর্টের এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে তিনি ইউএন উইমেনকে আশ্বস্ত করেন।

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব’কে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইউএন উইমেনের সহযোগিতায় শিগগরিই একটি কর্মশালা আয়োজন করা হবে।

সারাবাংলা/কেকে/এইচআই

ইউএন উইমেন ইউজিসি উচ্চশিক্ষা ঢা‌বি যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর