Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২

ঢাকা: দেশের সব কারিগরি, মাদরাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, সব পলিটেকনিক, মেরিন, অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক, বিএম প্রতিষ্ঠান ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মিলাদ মাহফিলসহ কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা চেয়ারম্যান, অধ্যক্ষ ও অন্যান্য সংশ্লিষ্টদের মধ্যে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডও একই নির্দেশনা অনুসরণ করে দেশের সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে মিলাদ মাহফিলসহ উদযাপন কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং ধর্মীয় মর্যাদা বজায় রাখার জন্য সব প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ায় সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে। পূর্বে শুক্রবার (৫ সেপ্টেম্বর) নির্ধারিত ছুটি পরিবর্তিত হয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) নির্ধারিত হয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই

ঈদে মিলাদুন্নবী কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর