Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের ৮ দফা, প্রশাসনিক ভবনে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫

আন্দোলনরত শিক্ষার্থীরা

নোয়াখালী : ৮ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্দিষ্ট শ্রেণিকক্ষ, ক্লাস রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা, যথাসময়ে পরীক্ষা নেওয়া এবং অতিরিক্ত ভর্তি ফি প্রত্যাহার।

দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করে। তাদের অন্য দাবিগুলোর মধ্যে আছে—ইনকোর্স পরীক্ষায় একদিনে একাধিক বিষয়ের পরীক্ষা না নেওয়া।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। এসময় তারা ডিগ্রির শিক্ষার্থীদের সঙ্গে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন অসধাচরণ ও কুটক্তির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিজ্ঞাপন

দুপুর ২টার দিকে অধ্যক্ষ এবং অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আগামী ৩০ দিনের মধ্যে সব দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি তুলে নেয় এবং প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ডিগ্রি শাখার শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণিকক্ষ নেই। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একই দিনে এক কক্ষে পাঠদান করানো হয়। সময়মতো ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ করা সম্ভব হয় না, যার কারণে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হচ্ছে।’

তারা আরও জানান, ডিগ্রি কোর্সের কো-অর্ডিনেটর অন্য বিভাগেরও দায়িত্বে থাকেন। এই বিভাগের জন্য কোনো সেমিনার কক্ষও নেই। শিক্ষার্থীরা তাদের জন্য নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করারও দাবি জানায়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘গত ২ সেপ্টেম্বর তারা এসব সমস্যা নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তিনি কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেননি, বরং তাদের ওপর ক্ষিপ্ত হন। এসময় তিনি শিক্ষার্থীদের ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া এবং তাদের যোগ্যতা নিয়ে কটূক্তি করেন।

সারাবাংলা/এসআর

নোয়াখালী নোয়াখালী সরকারি কলেজ ভবনে তালা শিক্ষার্থীদের ৮ দফা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর