Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় সিপিবির সভাপতি আশরাফুল, সম্পাদক আফতাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪২

সভাপতি আশরাফুল, সম্পাদক আফতাব

পঞ্চগড় : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. আশরাফুল ইসলামকে সভাপতি ও আফতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে চার বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন।

এর আগে, পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলন উপলক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনে পঞ্চগড় জেলা সিপিবি বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে সিপিবির কেন্দ্রীয় সদস্য আসলাম খানসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর