Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৭

প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষ

পাবনা: পাবনার আমিনপুরে একটি প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আমিনপুর থানার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের মোল্লাবাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম সুজাত সরদার (৩০)। তিনি আমিনপুর থানার চরপাড়া এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত বাকি ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

নিহত পাবনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর