Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৩

অস্ট্রিয়ার কূটনীতিক ও অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। ছবি: সংগৃহীত

ভারতের বিভাজন এবং দেশটির বিভিন্ন রাজ্যকে ভেঙে ছোট ছোট স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার কূটনীতিক ও অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

 হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেলিঙ্গার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাশিয়ার লোক’ এবং ‘স্বৈরশাসক’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির কবল থেকে ভারতের জনগণকে মুক্ত করতে হবে।’ তার এই মন্তব্যের ফলে ভারত ও ইউরোপের একাংশের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে পশ্চিমাদের চাপের সময় এই মন্তব্য আসে।

বিজ্ঞাপন

গুনথার হলেন ন্যাটো সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান। যদিও এই তথাকথিত কমিটি ন্যাটোর সঙ্গে সরাসরি যুক্ত নয় কোনোভাবেই। গুনথার একটি পোস্ট করে লেখেন, ‘ভারততে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।’

তিনি এরপর একটি ম্যাপ পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত গোটাটাই নাকি খালিস্তান। এ ছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু সব আলদা আলাদা পতাকার রঙে সজ্জিত।

এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন, ‘আজ আমি শিখ ন্যারেটিভ (এক্স হ্যান্ডেল) সঙ্গে ২ ঘণ্টা ধরে আলোচনা করেছি। কীভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে, তা নিয়ে কথা হবে। ভারতকে ‘সাবেক ভারত’ করতে হবে। রাশিয়ারপন্থি স্বৈরশাসক নরেন্দ্র মোদির কবল থেকে ভারতের জনগণকে কীভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার।’

সারাবাংলা/এইচআই

অস্ট্রিয়ার কূটনীতিবিদ ভারত ভারত ভাগ

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর