ঢাকা: রাজধানীর বনানীতে পোশাক বিক্রয়ের শোরুম এলেনির ৫৯ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিদায়েত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি সারাবাংলাকে বলেন, ‘তাকে আদালতে পাঠানো হয়েছে। তার রিমান্ডের আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠোনোর নির্দেশ দিয়েছেন।’
গত ১১ আগস্ট বনানী থানায় করা মামলার এজহারে বলা হয়, হিদায়েত হোসেন শো-রুমটির সকল দায়িত্ব পালন করতেন। গত ২০ আগস্ট শো-রুমের প্রোপাইটর সোহানী তাবাসসুম আয় ব্যয় হিসাব পর্যালোচনা করাকালীন দেখেন যে, এলেনি শোরুমের পণ্য বিক্রয়ের টাকা ব্যাংকে দেওয়ার কথা। কিন্তু তা না করে তিনি নিজের ব্যক্তিগত একাউন্টে টাকা জমা করে আসছেন। এভাবে শো-রুমে কর্মরত অবস্থায় হিদায়েত হোসেন প্রায় ৫৯ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরে বিষয়টি জানতে পেরে তার কাছে টাকা চাওয়া হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজহারে উল্লেখ করেন।