Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে রাজসাক্ষী
আবু সাঈদের ময়নাতদন্ত নিয়ে ফোন দেন সালমান এফ রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৩

ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে জানতে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ফোন করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্ণনা করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল-১ এ পুনর্জবানবন্দিতে সেদিনের কথা তুলে ধরেন তিনি। এদিন রাজসাক্ষী হিসেবে মামুন আরও কিছু কথা বলতে চান বলে প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালকে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তবে জেরা শেষে তা শোনা হবে বলে ট্রাইব্যুনাল জানিয়েছেন।

এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের জেরা শেষে পুনর্জবানবন্দি দেন চৌধুরী মামুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার জন্য আমাকে ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি প্রতিবেদন পেতে বিলম্বের কারণ জানতে চান। তার কথোপকথনের প্রেক্ষিতে আমি তৎকালীন রংপুর পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে জানান- আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি করছেন যথাযথ কর্তৃপক্ষ।’

এর আগে, ২ সেপ্টেম্বর জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন সাবেক এই আইজিপি। এ মামলায় তার নামও রয়েছে। তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। এ নিয়ে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৬ জন। পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৮ সেপ্টেম্বর।

সারাবাংলা/আরএম/পিটিএম

আবু সাঈদ ময়নাতদন্ত সালমান এফ রহমান

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর